header banner

পরেশ অধিকারীর ঘটনা নিয়ে এবার তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ অশোক ভট্টাচার্যের

article banner

নিজস্ব সংবাদদাতাঃ শাসকদলের মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক দূর্নীতির অভিযোগ। শিক্ষামন্ত্রীকে ডাক দেওয়া হয়েছে সিবিআই দপ্তর থেকে, কেউ আবার সিবিআই-এর ভয়ে বা অন্য যে কোন কারনেই হোক ট্রেন থেকে মাঝপথেই পলায়ন করছেন। যার ফলে ইতিমধ্যেই বিপাকে পড়েছে রাজ্যের শাসকদল। তাদের একহাত নিতে ছাড়ছেন না রাজ্যের বিরোধী দলের নেতারাও।  

{link}
পরেশ অধিকারীর ঘটনা নিয়ে এবার তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন প্রাক্তন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তিনি আজ নিজের বাড়িতে সাংবাদিকদের জানালেন তৃণমূল ক্ষমতায় এসে যা ইচ্ছা তাই করে চলে যাচ্ছে। একজন মন্ত্রী ট্রেন থেকে নেমে পালিয়ে যাচ্ছে এর থেকে খারাপ ঘটনা বাংলায় কেউ দেখেছে কি? সারা বাংলার মানুষ দেখেছে কি ঘটনা ঘটে চলেছে বাংলার মাটিতে।যোগ্য ব্যক্তির জায়গায় অযোগ্য লোকেরা কাজ করছে।এসব সম্ভব শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আমলেই। গতকাল যে ঘটনা ঘটল বাংলার মানুষ হিসাবে ভাবতে লজ্জা করছে। গোটা বাংলার মানুষের কাছে এটা একটা নিন্দনীয় এবং লজ্জার ঘটনা। আমি চাই অবিলম্বে দোষীরা শাস্তি পাক। যাতে বাংলার মানুষ দেখে কিছুটা হলেও শান্তি পাবে। যোগ্যরা রাস্তায় বসে আন্দোলন করছে আর অযোগ্যরা এখন মোটা মাইনের টাকা গুনছে জানালেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র।

{link}

সবমিলিয়ে বর্তমানে একাধিক দূর্নীতির সংবাদের কারনে বিদ্ধস্ত অবস্থা শাসকদলের। একইরকমভাবে মাথায় হাত পড়েছে সাধারন মানুষেরও, কোন জনপ্রতিনিধিদের উপর আস্থা রেখেছেন তারা? মানুষের বিশ্বাসের এহেন প্রতিদানই কি ফিরিয়ে দিচ্ছেন তারা? সাধারন মানুষ বিশ্বাস করবেন আস্থা করবেন কাকে? দিন শেষে রাজ্যটা মীরজাফরদের আস্তানা হয়ে উঠছে। 
{ads}

news TMC Paresh Adhikari Scam CBI Investigation Ashoke Bhattacharya Siliguri West Bengal India সংবাদ

Last Updated :