header banner

শান্তিপুর পৌরসভায় শপথগ্রহণ অনুষ্ঠানে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ আজ শান্তিপুর পৌরসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন প্রকাশ্যে দেখা গেল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ভোটের মাধ্যমে চেয়্যারম্যান পদে নির্বাচিত হওয়ার পরেই পৌরসভা ছেড়ে প্রকাশ্যে বেরিয়ে গেলেন শান্তিপুর শহরের তৃণমূল সভাপতি ও ১৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত প্রতিনিধি বৃন্দাবন প্রামানিক।

{link}

এদিন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন,বিষয়টা দলকে জানাবো এবং ব্যবস্থা গ্রহণ করব। যদিও বৃন্দাবন প্রামাণিকের পাল্টা দাবি ভোটাভুটিতে তিনি জয় লাভ করেছেন। শান্তিপুর পৌরসভার মোট চব্বিশটি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে ২২ টি ওয়ার্ডেই জয়লাভ করেছে তৃণমূল এবং দুইটিতে বিজেপি । বৃন্দাবন প্রামাণিকের দাবি ১২ জন তৃণমূল প্রতিনিধির ভোট তিনি পেয়েছেন। দলের ঘোষণা করা চেয়ারম্যান সুব্রত ঘোষ পেয়েছেন ১০ জন তৃণমূল প্রতিনিধির ভোট।তবে বাকি দুইজন বিজেপি প্রতিনিধিদের ভোট সুব্রত ঘোষ পাওয়ায় সমান সমান হয়ে যায়। কিন্তু তৃণমূলের কাস্টিং ভোটে জয়লাভ করেছেন সুব্রত ঘোষ। সেই কারণেই তার মনে হয়েছে দলের প্রতিনিধি হিসেবে তিনি জয় লাভ করেছেন। তবে মাঝপথে বেরিয়ে আসা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বৃন্দাবন বাবু।

{link}

এ বিষয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কে প্রশ্ন করা হলে তিনি বলেন দলকে ইতিমধ্যে পুরো বিষয়টি জানিয়েছি। দল সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার কেন তিনি বেরিয়ে গেলেন। পৌরসভা ভোটের আগে থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ছবি বারবার প্রকাশ্যে এসেছে। তবে শপথ গ্রহণের অনুষ্ঠানেও যে এমনটা হবে এটা হয়ত ঘাসফুল শিবির আশা করেনি।

{ads}

news politics tmc trinamool congress Nadia Santipur West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :