নিজস্ব সংবাদদাতা, হুগলীঃ হিন্দমোটরে টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির অত্যাধুনিক মেট্রোরেলের কোচ ফ্যাক্টরীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বেসরকারি শিল্প সংস্হা টিটাগড় ওয়াগন লিমিটেড সংস্থা বানাবে অত্যাধুনিক মেট্রোরেলের কোচ। যার ফলে এককথায় বলা চলে দেশকে আরও আধুনিক করে তোলার পথে অগ্রণী ভূমিকা পালন করবে এই ফ্যাক্টরি।
{link}
দেশের সবচেয়ে আধুনিক এই মেট্রোকোচ চলবে পুনে এবং বেঙ্গালুরুতে। ইটালিয়ান প্রযুক্তি ব্যাবহার করে এই কোচ তৈরি হবে এই কারখানায়। প্রতিটি কোচ অ্যালুমুনিয়াম ও স্টেনলেস স্টিলের। এই কোচগুলি সাধারণ মেট্রো রেলের কোচের তুলনায় পাঁচ টন হালকা। এই কোচ হবে পরিবেশ বান্ধব। থাকবে বড় জানালা, সুবিধাজনক হ্যান্ডেল। কোচের ভিতর জায়গা অনেক বেশি। থাকবে হুইল চেয়ারের ব্যবস্থাও।মেট্রোর নয়া কোচে থাকবে অ্যান্টি ড্রাগ সিস্টেম। ফ্যাক্টরীর পচিঁশ বছর পূর্তি উপলক্ষ্যে বুধবার নতুন মেট্রো কোচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। টিটাগড় ওয়াগন কারখানায় আগে তৈরি হত মালগাড়ীর চাকা, এরপর মালগাড়ির কোচ। এখন তৈরী হবে অত্যাধুনিক মেট্রো কোচ। যার ফলে দেশের বুকে অত্যাধুনিকতার এক নয়া নজির গড়তে চলেছে এই ফ্যাক্টরি।
{ads}