header banner

উপনির্বাচনেও রমরমা ঘাসফুলের, বালিগঞ্জ ও আসানসোল দুই কেন্দ্রেই জয়ী তৃণমূল

article banner

নিজস্ব সংবাদদাতাঃ উপনির্বাচনেও কার্যত ঘাসফুলের রমরমা রাজ্যে। বালিগঞ্জে জয়ী হলেন বিজেপি ছেড়ে তৃণমূলের আসা ঘাসফুলের প্রার্থী বাবুল সুপ্রিয়। আজ মোট ২০ হাজার ৩০ ভোটে জয়ী হয়েছেন বাংলার এই গায়ক ও রাজনীতিবিদ। এর পাশাপাশি এবারে প্রথমবার আসানসোল দখল করল রাজ্যের শাসকদল। এদিন সকালে স্বামীর জয়ের প্রার্থনায় মন্দিরে পুজো দেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম। পূরন হয়েছে তারই ইচ্ছে। জয়ী হয়েছেন ভারতের বিখ্যাত অভিনেতাও। ভোটগণনা চলাকালীন রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফলাফলকে ‘নববর্ষের উপহার’ বলেই উল্লেখ করেন তিনি। প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বালিগঞ্জে এবং তৃণমূলে যোগ দেওয়ায় আসানসোল সংসদীয় কেন্দ্র থেকে বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় দুই কেন্দ্রেই হয় উপনির্বাচন। আর এই দুই উপনির্বাচনেই সাফল্যমন্ডিতভাবে ঘাসফুল ফোঁটাতে সমর্থ হয়েছে তৃণমূল শিবির। 

{link}
উল্লেখযোগ্যভাবে এই উপনির্বাচনের একটিতেও সেইভাবে ছাপ ফেলতে পারেনি বিজেপি। তবে উল্লেখযোগ্যভাবে ভোটে ভালো ফল করেছে সিপিআইএম। বালিগঞ্জে দ্বিতীয় স্থানে শেষ করেছে তারা। সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমের দাবি, ভোটের হার বেড়েছে অনেকটাই। 

{link}
২০২২ সালের উপনির্বাচনে আসানসোলে ঘাসফুল ফোটালেন শত্রুঘ্ন সিনহা। ২ লক্ষ ৯৭ হাজার ভোটে জয়ী তিনি। আসানসোলবাসী যেভাবে গ্রহণ করেছে তাঁকে, তাতে বেশ আহ্লাদিত ‘বিহারীবাবু’। তৃণমূল শিবিরের কাছে কার্যত পর্যুদস্ত বিজেপি। নিজের কেন্দ্রে বেশ পিছিয়ে অগ্নিমিত্রা পল। তৃতীয় স্থানে সিপিএম। সবশেষে নতুন বছরের দ্বিতীয় দিনে নির্বাচনী ফলাফলে খুশির হাওয়া তৃণমূল শিবিরে। রাজ্যের বাইরে না হলেও, রাজ্যের ভিতরে দাপট অব্যাহত ঘাসফুলের। 
{ads}

news Politics election TMC Babul Suprio Satrughan Sinha West Bengal সংবাদ

Last Updated :