header banner

খেজুরিতে দিদির দূত কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পঞ্চায়েত সমিতির সভাপতি

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: দিদির দূত কর্মসূচিতে গিয়ে তৃণমূলের বিধায়ক ও নেতৃত্বদের গ্রামবাসীদের বিক্ষোভ অব্যাহত। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে বিক্ষোভে মুখে পড়ছেন বিধায়ক থেকে দাপুটে তৃণমূল নেত্বয়রা। রবিবার সেই ঘটনায় পূর্ণবৃত্তি ঘটলো পূর্ব মেদিনীপুর জেলায় খেজুরিতে। এদিন খেজুরির বীরবন্দরে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচিতে গিয়ে বেহাল রাস্তা ইস্যুতে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাইতি। এদিন বিকেলে বীরবন্দরের  কন্ঠিবাড়ি এলাকায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচি উপলক্ষে জনসংযোগে যান তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাইতি। এছাড়াও সঙ্গে ছিলেন বীরবন্দর অঞ্চলের সম্পাদক অরবিন্দ দাস, পঞ্চায়েত প্রতিনিধি শিবশঙ্কর গিরি সহ অন্যান্য নেতারা। সেখানে বেশকিছু গ্রামবাসী তৃণমূল নেতৃত্বদের  ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। 

{link}

গ্রামবাসীদের দাবি " স্থানীয় বীবরন্দর প্রাথমিক বিদ্যালয় থেকে শিবমন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার  রাস্তার বেহাল দশা। ঢালাই তো দূর, আজ পর্যন্ত মোরামও পড়েনি। বর্ষাকালে এই মাটির রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে এলাকার বাসিন্দাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। স্থানীয় লোকজন থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী, সকলেরই ভোগান্তি লেগেই থাকে। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়াও দুষ্কর হয়ে ওঠে। তাই পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে "। তৃণমূল নেতৃত্বদের বিক্ষোভ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি৷ এবিষয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তাপস দলাই বলেন " বীরবন্দর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। পঞ্চায়েত সমিতিও তৃণমূলের দখলে রয়েছে। তারা একটা রাস্তা আজ পর্যন্ত তৈরি করতে পারল না। তাই মানুষের ক্ষোভ স্বাভাবিক। ফলে যা হওয়ার হয়েছে "।

{link}

এবিষয়ে খেজুরি  ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাইতি বলেন "  ওই রাস্তাটি পাকা হয়নি ঠিকই। জেলা পরিষদের কাছে এব্যাপারে স্কিম তৈরি করে জমা দেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ না হওয়ায় কাজ হয়নি। তাছাড়া শুধু এই রাস্তা নয়, এলাকায় আরও কয়েকটি রাস্তা বেহাল রয়েছে। আসলে বিরোধী বিজেপির নেতারা ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল পাকানোর জন্য লোকজন জড়ো করে এসব করেছে। তবে এদিন আমরা এলাকায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচি সফলভাবেই শেষ করেছি "।

{ads}

news East Midnapur Khejuri West Bengal সংবাদ

Last Updated :