নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ জন্মাষ্টমীর ভোরেই দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ল বেলুড় মঠে । প্রথামাফিক প্রতিবছরই জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজো এবং মন্ডপের খুঁটি পূজার শুভারম্ভ হয় এই দিনটিতে। ভোরে মূল মন্দিরে মঙ্গরাতির পর মন্দিরের ভিতরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তির পাশেই শুরু হয় কাঠামো পুজো। ফুল, ধুপ, বৈদিক মন্ত্রাচরণ সন্ন্যাসীদের সমবেত প্রার্থনা দিয়ে দেবীর কাঠামোকে পূজা করা হয়। বস্তুতপক্ষে এই কাঠামোটি দেবীর স্থায়ী কাঠামো। প্রতিবার দশমীতে গঙ্গায় বিসর্জিত হওয়ার পর সেটি গঙ্গা থেকে তুলে এনে রাখা হয় এবং সেটিতেই দুর্গার মূর্তি তৈরি করা হয়।
{link}
উল্লেখযোগ্যভাবে, গত দু'বছর করোনার কারণে মহা পুজোর সমারোহে খামতি থাকলেও এ বছর সব সুদে আসলে উসুল করে নিতে ইচ্ছুক বেলুড় মঠ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবে কলকাতা-হাওড়ার শ্রেষ্ঠ থিম পুজো ছাড়াও বাঙালির অন্যতম আকর্ষনের প্রানকেন্দ্র বেলুড় মঠ। বহু মানুষ দূরদূরান্ত থেকে ছুটে আসেন একবার বেলুড় মঠের মাতৃপ্রতিমা দর্শনলাভের উদ্দেশ্যে। গত দু-বছর করোনার কারনে সেই দৃশ্য স্বচক্ষে দেখতে পারেননি কেউই। তবে এবছর আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে বেলুড় মঠ। মঠের তরফ থেকে জানানো হয়েছে এবছর ফের পুজো হবে বাইরে মাঠে। সেইখানেই আজ খুঁটি পুজোও সম্পন্ন করা হয়েছে। যে খবরটি নিঃসন্দেহে বেলুড় মঠের আপামর ভক্তবৃন্দের জন্যে একটি বিরাট আনন্দের খবর। এক কথায় আজ থেকেই বেলুড় মঠে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল।
{ads}