header banner

কয়েক মিনিটের ভয়াবহ ঝড়ে লন্ডভন্ড নদীয়ার করিমপুর, গাছ পড়ে মৃত এক বৃদ্ধ, আহত ২

article banner

নিজস্ব সংবাদদাতাঃ কয়েক মিনিটে ভয়াবহ ঝড়ে লন্ডভন্ড এলাকা, গাছ পড়ে মৃত এক বৃদ্ধ, এই ঘটনায় আহত হয়েছেন আরও ২জন। ঘটনাটি নদীয়ার করিমপুর থানা এলাকার। আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকটি জেলাকে কালবৈশাখী হওয়ার সর্তকতা দেওয়া হয়েছিল। নদীয়ার একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি না হলেও করিমপুরে কয়েকমিনিটে ঝরে লন্ডভন্ড হয়ে যায় গোটা এলাকা। গতকাল রাতে একাধিক জায়গায় ঝড়ের দাপটে গাছ পড়ে যায়। 

{link}
জানা যায় করিমপুর থানার শিকারপুর রোডের ফুলখালি এলাকায় কৃষ্ণ হালদার (৬০) নামে এক বৃদ্ধ জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন। হাওয়ার গতিবেগ হঠাৎ বেড়ে যাওয়ায় এবং দমকা হাওয়ার দাপটে হঠাৎ একটি বড় গাছ ভেঙে পড়ে তার ওপর। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধর। এর পাশাপাশি একাধিক ইলেকট্রিক পোল ভেঙে যায় বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় করিমপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এর পাশাপাশি রাস্তায় একাধিক গাছ ভেঙে পড়ায় চলাচলের অনেকটা সমস্যা হয়। যদিও পরবর্তীকালে প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নিয়ে গাছগুলি সরিয়ে ফেলা হয় রাস্তা থেকে। তবে একাধিক ইলেকট্রিক পোল ভেঙে যাওয়ায় এখনও বিদ্যুৎহীন হয়ে রয়েছে অধিকাংশ এলাকা। বিদ্যুৎ দপ্তর এর তরফ থেকে কাজ চলছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
{ads}

news Nadia Kareempur Thunderstorm 1 dead West Bengal India সংবাদ

Last Updated :