নিজস্ব সংবাদদাতাঃ চা বাগানে খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ । মেটেলি ব্লকের ইনডং চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় সেটি ধরা পড়ে । বৃহস্পতিবার সকালে বাগানের শ্রমিকরা ওই খাঁচা থেকে চিতাবাঘের গর্জন শুনতে পায় । কাছে গিয়ে দেখে যে একটি বড়ো চিতাবাঘ খাঁচায় লাফালাফি করছে । এরপরেই খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে । বনকর্মীরা এসে খাঁচা সমেত চিতাবাঘটি নিয়ে যায়।
{link}
বাগান সূত্রে জানা যায় , গত ২১ মে চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের হানায় এক শ্রমিক জখম হন । এরপর বাগান কর্তৃপক্ষ বাগানে খাঁচা বসানোর জন্য বনদপ্তর কে দাবি জানায়। সেইমত ২৩ মে বাগানের বি ৮ সেকশনে ওই খাঁচা বসানো হয় ।খাঁচা বসানোর ৩ দিন পরেই এদিন ওই চিতাবাঘটি বন্দি হয় । চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় শ্রমিকদের আতঙ্ক কিছুটা দূর হয়। তবে বাগানে আরও চিতাবাঘ আছে বলে শ্রমিকদের দাবি । খুনিয়া স্কোয়াড সূত্রে জানা গেছে যে চিতাবাঘটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।আবার ওই জায়গাটিতে খাচা বসানো হবে।
{ads}