নিজস্ব সংবাদদাতাঃ নদীয়া জেলার হরিণঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড তারক নগর যমুনা পারে দেখা মিলল একটি চিতাবাঘের। স্থানীয় এক যুবক যমুনার জলে মাছ ধরার উদ্দেশ্যে পাতা জাল দেখতে গিয়ে হঠাৎ করে একটি প্রাণী দেখতে পায়। সেটি চিতাবাঘ সন্দেহ হলে স্থানীয়দের ডেকে আনে।
{link}
স্থানীয় বাসিন্দাদের অনুমান ওটি চিতা বাঘের বাচ্চা বা বড় কোনো বাগ হতে পারে। ওই প্রাণীকে দেখে স্থানীয়রা আতঙ্কে। স্থানীয়রা আতঙ্কে লাঠিসোটা নিয়ে বেরিয়ে পড়ে ওই প্রাণীটিকে তাড়ানোর চেষ্টা করে। এলাকাবাসীর কলহতে এই প্রাণীটি IISER Kolkata কলেজের জঙ্গলের মধ্যে চলে যায়। চিতা বাঘের মতো দেখতে এই প্রাণীটির আতঙ্কে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এলাকার যুবকরা গুগল সার্চ করে চিতা বাঘের মতো দেখতে এই প্রাণীটিকে বাঘরোল বলে চিহ্নিত করেছে। তার কারণ অনুমান কখনোই লোকালয়ে কোন চিতাবাঘ আসার সম্ভাবনা নেই। এর পাশাপাশি এমন ঘটনা ঘটেছে চিতাবাঘ সন্দেহে আতঙ্কে পরে বাঘরোল ধরা পড়েছে। তবে সূত্রের খবর বনদপ্তরের প্রতিনিধিরাও ঘটনাস্থলে যাবে, দেখা মিললে এরপরে পরিষ্কার হবে আদতে জন্তুটি কোন জাতীয়।
{ads}