header banner

দাম আনুমানিক ২৫ লক্ষ, তক্ষক চোরাচালানের অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার ৩

article banner

টিকটিকির মতো দেখতে একটি ছোট্ট প্রাণী,যার দাম নাকি ২৫ লক্ষ টাকা। কী,বিশ্বাস হচ্ছে না। আন্তর্জাতিক চোরা বাজারে এমনই দাম এই ছোট্ট প্রাণীটির যার নাম তক্ষক। সেই গোল্ডেন তক্ষক চোরা চালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল বনকর্মীরা। সাথে উদ্ধার হয়েছে একটি গোল্ডেন তক্ষকও।  

{link}

নতুন একটি প্রাইভেট গাড়ি করে এই প্রাণীটিকে নিয়ে আসা হচ্ছিল শিলিগুড়ি। মেঘালয় থেকে অসম হয়ে ডুয়ার্সের পথে শিলিগুড়ি ঢোকার মুখেই ওদলাবাড়ি এলাকায় একটি হোটেলের কাছে গাড়ি আটক করে বনকর্মীরা। বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের অফিসারদের  কাছে আগে থেকেই তক্ষক পাচারের  গোপন খবর ছিল। এরপরে রেঞ্জার সঞ্জয় দত্তর নেতৃত্বে রাতে ওঁত পেতে থাকে বনবিভাগের কর্মীরা। ওদলাবাড়ির কাছাকাছি অসম নম্বরের গাড়িটি আসতেই ধরে ফেলা হয়। তারপর সন্দেহবশত চালানো হয় তল্লাশি। গাড়ির ভিতরে নির্দিষ্ট একটি কক্ষে বিশেষভাবে বাক্স বানিয়ে তার মধ্যে লুকানো ছিল তক্ষকটি। এর কিছুক্ষন পরেই গাড়িসহ ওই তিনজনকে নিয়ে আসা হয় রেঞ্জ অফিসে। ধৃতদের মধ্যে একজন অরুণাচলের বাসিন্দা এবং বাকি দু'জন অসমের বাসিন্দা। তারা প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে, শিলিগুড়িতে হাত বদল হওয়ার কথা ছিল। দরদাম হয়েছিল ২৫ লক্ষ টাকা। মেঘালয় থেকে তক্ষকটি ধরা হয়। এরপর বিদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে। তাই প্রথমে শিলিগুড়ি হাতবদল হয়ে পরে পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপালে যাওয়ার কথা ছিল। তার আগেই ধরে ফেলে বনবিভাগ কর্মীরা।

{link}

চোরাকারবারীরা এই পথে করিডর করে পাচার করছে বলে জানতে পেরেছে বনকর্মীরা।এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।পাশাপাশি গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জেরা করছে পুলিশ। 
{ads}

news Tokay gecko Lizard 3 arrested Siliguri North Bengal West Bengal India তক্ষক উত্তরবঙ্গ শিলিগুড়ি

Last Updated :