header banner

সূর্যালোক ও কাঞ্চনজঙ্ঘার পরিনয়ের সূর্যোদয়

article banner

নিজস্ব সংবাদদাতাঃ পাহাড়, পর্যটনের জন্য মানুষের অন্যতম প্রিয় গন্তব্যস্থল। টাইগার হিল দার্জিলিং এ অবস্থিত, পাহাড় প্রিয় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান টাইগার হিল। টাইগার হিল থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার অনুভব একেবারেই আলাদা। দার্জিলিং জেলায় অবস্থিত টাইগার হিল। এখান থেকে দার্জিলিং শহরের দূরত্ব ১১ কিলোমিটার। টাইগার হিল থেকে দার্জিলিং পাহাড়ি পথে হেঁটে যাওয়া যায়। শীতকালের টাইগার হিলে মনোরম তুষারপাতের দৃশ্য দেখতে দূর দূর থেকে পর্যটক ছুটে আসেন।

{link}

এই সমস্ত কিছুর মধ্যে টাইগার হিলের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সূর্যোদয় এবং সূর্যাস্ত। নিচু উচ্চতায় সূর্যোদয়ের সময় সূর্যের আলোয় আলোকিত হওয়ার আগেই কাঞ্চনজঙ্ঘাতে আলোকছটা দেখতে পাওয়া যায়। এই অপরূপ দৃশ্য একবার দেখলে চিরজীবন মনে থাকবে। তাই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় প্রচুর মানুষ টাইগার হিলে জমায়েত হন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্ট কে দেখতে পাওয়া যায়। টাইগার হিলের উচ্চতা অনেকটাই বেশি সে কারণে আকাশ পরিষ্কার থাকলে কার্শিয়াং সহ বিভিন্ন এলাকা গুলি টাইগার হিল থেকে দেখতে পাওয়া যায়। এই দৃশ্য দেখা কে অনেকেই স্বর্গ দেখার সাথে তুলনা করে থাকেন। যদিও নিতান্ত কপাল খুব ভালো না থাকলে এই দৃশ্যের দর্শন পাওয়া যায় না বলেও বলেন পর্যটকেরা। 
{ads}

news Travel Mountain Kanchenjunga Pick Tiger Hill Darjeeling West Bengal India সংবাদ

Last Updated :