header banner

একুশে জুলাইয়ের সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে তৃণমূল সমর্থকদের দুই গাড়ি, আহত ৬

article banner

নিজস্ব সংবাদদাতা: ধর্মতলার একুশে জুলাইইয়ের দলীয় সমাবেশ থেকে ফেরার পথে হুগলির গুড়াপে দুর্ঘটনার কবলে তৃনমূল সমর্থকদের দুটি গাড়ি। দুই গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন ৬ জন তৃণমূল কর্মী। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের উপর ঘটে ঘটনাটি। দুর্ঘটনার ঘটার পরেই তাদের দ্রুত উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠানো হয়।

{link}
বৃষ্টির মধ্যেই দলের সভায় অংশগ্রহন করার পর, সভা শেষ করে বাঁকুড়া রানিবাঁধ ফিরছিল একটি উইঙ্গার গাড়ি। তাতে ছিলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মীরা। তার পিছনে ছিল বীরভূমের ইলামবাজারের তৃনমূল কর্মীদের একটি বাস। তারাও একইভাবে জনসভায় অংশগ্রহন করে আনন্দের সাথে ফিরছিলেন। উইঙ্গার গাড়ির এক্সেল কেটে হঠাৎ রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে। বিষয়টি বুঝে ওঠার আগেই পিছনে থাকা বাসটি সজোরে এসে ধাক্কা মারে উইঙ্গারটিতে। ঘটনায় আহত হয় ছয় জন। জানা গেছে দুজনের আঘাত একটু বেশি। আহত সকলেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র ও হুগলি জেলা পরিষদের কর্মাধক্ষ মনোজ চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে যান। হুগলি গ্রামীন পুলিশের সহযোগিতায় তৃণমূল কর্মীদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন।আহতদের একটি গাড়ি করে বর্ধমান এর হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে ক্রেনের সাহায্যে রাস্তা থেকে সরানো হয়েছে। অল্প সময়ের মধ্যেই যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়ে ওঠে। 
{ads}

news Trinamool Congress TMC accident 6 workers injured Hooghly West Bengal India সংবাদ

Last Updated :