সুদেষ্ণা মন্ডল, বারুইপুর: পুরানো নোট দেওয়ার নাম করে ঝাড়খন্ডের দুই ব্যাক্তিকে অপহরণ এর অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই তাঁদেরকে ৫০ কোটি টাকার পুরানো নোট দেওয়ার টোপ দেয় অপহরণকারীরা। পরিবর্তে ঝাড়খন্ডের দুই ব্যাক্তি ২৫ শতাংশ কমিশন দেবে অপহরণকারীদের এমনই দুই পক্ষের কথা হয় । অভিযোগ, কলকাতার রুবি হাসপাতাল সংলগ্ন এলাকায় ঝাড়খন্ডের দুই ব্যাক্তিকে আসতে বলে অপহরণকারীরা। তারপর চার চাকা গাড়িতে তুলে নিয়ে বারুইপুর এর কাটাখাল বাইপাসে নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়ির মধ্যে আটকে রেখে মারধর করে আরও টাকা দাবি করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ অভিযান চালিয়ে দুই অপহৃতকে উদ্ধার করে। ঘটনায় জড়িত নজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বাড়ি কলকাতা, সোনারপুর, সুভাষগ্রাম সহ বিভিন্ন এলাকায়। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ৫ টি মোবাইল ফোন, একটি চার চাকার গাড়ি, একটা মোটরসাইকেল। বৃহস্পতিবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়। তাদের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
{ads}