header banner

ইউক্রেনে -৫ ডিগ্রি তাপমাত্রায় ৪০ কিমি হেঁটে পোল্যান্ড সীমান্তে, দেশে ফিরলেন দুই ভারতীয় পড়ুয়া

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং: ইউক্রেনে থেকে ফিরলেন দার্জিলিং এর দুই পড়ুয়া। দেশে ফিরে আসা ওই দুই পড়ুয়ার নাম অলোক মিশ্র ও কেলসাঙ গাইডসো ভুটিয়া। বৃহস্পতিবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন তারা। তারা দুজনেই লভিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। অলোক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কেলসাঙ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

{link}
দুজনেই যুদ্ধ বিদ্ধস্ত দেশের ভয়াবহ অবস্থার কথা এয়ারপোর্টে নামার পর সংবাদমাধ্যমের কাছে বর্ননা করেছেন। দুই শিক্ষার্থী ও তাদের ভারতীয় পড়ুয়াদের একটি দল পোল্যান্ডের সীমারেখার দিকে রওনা দেয়। ৫ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে লভিভ থেকে ৪০ কিলোমিটার পায়ে হেঁটে পোল্যান্ড সীমান্ত পার হয় তারা। ভারতীয় দূতাবাসের পূর্ণ সহায়তা পেয়ে খুশি তারা। দুই শিক্ষার্থী সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসায় খুশির হাওয়া তাদের পরিবারেও। স্বস্তির নিশ্বাস ফেলছেন তাদের বাবা, মা। 

{ads}
 

news Ukraine Russia War Indian student returns home Darjeeling War news West Bengal India দার্জিলিং যুদ্ধ

Last Updated :