নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ‘রঙ ছড়িয়ে খুশ খেয়ালে আমি যখন চিত্র আঁকি, তিনটি শালিক ঝগড়া থামায় অবাক তাকায় চড়ুই পাখি’- কবি মৃদুল দাশগুপ্তের লেখা কবিতা আঁকা লেখার এই লাইন দুটি যেন বর্ননা করে পৃথিবীর প্রতিটা প্রান, ক্যানভাসের শিল্পকর্ম থেকে কিভাবে থমকে যায়। ভালো ছবি যেমন মুহূর্তকে চোখের সামনে স্তব্ধ করতে সক্ষম, তেমনই সক্ষম একজন দর্শক কে তুলির মাধ্যমে আঁকিবুঁকি কাটা এক জগতে নিয়ে যেতে। শিল্পীর শিল্পকর্মের দক্ষতা তো সেখানেই।
{link}
কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হল এমনই কিছু মহুর্তের সাক্ষি হওয়া একটি চিত্রপ্রদর্শনী। চিত্র শিল্পী জয়দেব দলুই ও পার্থ দাসের যৌথ উদ্যোগে ‘আনসিন’ নামের এই চিত্র প্রদর্শনীর শুরু হয় গত ১৪ই অক্টোবর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, সা রে গা মা পা খ্যাত সঙ্গীত শিল্পী সঞ্জু কুমার মণ্ডল সহ আরও বেশ কয়েকজন খ্যাতি সম্পন্ন গুনী মানুষজন। চিত্র প্রদর্শনীতে দুইজন শিল্পীর মোট ৩৭টি ছবি প্রদর্শিত হয়। একাডেমি অফ ফাইন আর্টসে প্রদর্শনিটি চলে ২০শে অক্টোবর পর্যন্ত। শিল্পী জয়দেব দলুই-এর যে সমস্ত ছবি প্রদর্শনিতে প্রদর্শিত হয়েছিল, তা ছিল মূলত ভারতীয় পুরান বা দর্শনভিত্তিক। অন্যদিকে শিল্পী পার্থ দাসের আঁকা প্রদর্শিত ছবির মধ্যে দেখা মেলে ভালোবাসার ভিন্ন ভিন্ন দৃষ্টিকোনের। বেশ কয়েকটি ছবির নিখুঁত কাজ ছিল চোখে পড়ার মতো। চিত্র প্রদর্শনীতে ৭ দিনে আনুমানিক ৪ হাজার লোক এসেছিলেন ছবির স্বাদ উপভোগ করতে। যা শিল্পীদের কাছে অবশ্যই খুশির খবর তো বটেই।
{link}
প্রদর্শনী প্রসঙ্গে শিল্পী জয়দেব দলুই কে প্রশ্ন করা হলে তিনি জানান, মানুষের বিপুল সাড়া পেয়েছি। তাদের অধিকাংশের মধ্যেই ছবি ও তার বিষয়বস্তু নিয়ে একাধিক প্রশ্ন ছিল। বহু ছবি মানুষের ভালো লেগেছে, তারা জানিয়েছেন সেই কথা। এহেন প্রদর্শনী অবশ্যই আমাদের ভবিষ্যতের আরও উন্নত কাজের জন্য অনুপ্রানীত করবে। শিল্পীর উত্তরেই যে সাফল্যের ইঙ্গিত রয়েছে তা স্পষ্ট। কিছু ছবি… সত্যিই কথা বলে।
{ads}