header banner

এলাকাজুড়ে ছড়াচ্ছে দৃশ্যদূষণ ও পরিবেশ দূষন হাওড়ায় স্বাস্থ্য পরীক্ষা জঞ্জাল ফেলার গাড়ির

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বুধবার ডুমুরজলা স্টেডিয়াম চত্বরে জঞ্জাল ফেলার গাড়ীর স্বাস্থ্য পরীক্ষা করা হল। হাওড়া পুরসভার জঞ্জাল ফেলার গাড়ি বা ডাম্পারগুলি থেকে একদিকে যেমন জঞ্জাল রাস্তায় পড়তে পড়তে যায় অপরদিকে দীর্ঘদিনের পুরোনো গাড়িগুলির বিকট ধোঁয়া শহরে দূষণও ছড়াচ্ছে। যার ফলে দৃশ্যদূষন ও পরিবেশ দূষণ উভয়ই হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে বাসিন্দারা এই অভিযোগ পুরসভায় বার বার জানিয়েছেন। তাই এবার পরিবহন দফতরের সাহায্য নিয়ে জঞ্জাল ফেলার গাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা করলো হাওড়া পুরসভা। বুধবার হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামের রিং রোডে ৫০টি গাড়ির মধ্যে ৩০টি হাজির হয়। গাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা করেন মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী, পুর কমিশনার ধবল জৈন-সহ পুরসভার সাফাই বিভাগ ও জেলা পরিবহন দফতরের আধিকারিক বা মটর ভেহিকলস ইন্সপেক্টররা।

{link}
গাড়িগুলির প্রাথমিক পরীক্ষার পর পুরসভা জানিয়েছে, ৩০টি গাড়ির মধ্যে ১০টিকে বাতিল করা হয়েছে। ১০টির বৈধ কাগজপত্র(সিএফ) না থাকায় মোটর ভেহিকল দফতর থেকে তাঁদের অবিলম্বে সিএফ করে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে আধিকারিকরা দেখেন, বেশীরভাগেরই বয়স ১৫ বছরের বেশী। কোনওটার বয়স ১৮ তো কোনওটার আবার ২২। কোনওটার সামনের ও পিছনের অংশ মর্চে ধরে কঙ্কালসার অবস্থা। কোনটার আবার পাশের ডালার কাঠ ফেটে গিয়ে অজস্র গর্ত উঁকি মারছে। দীর্ঘদিন আগে বাতিল হয়ে যাওয়া এ ধরনের গাড়িগুলির কালো ধোঁয়া বছরের পর বছর ধরে সকাল থেকে রাত পর্যন্ত দুষণ ছড়ায়। সেইগুলি আটকাতেই এবার পদক্ষেপ নিল পুরসভা।
{ads}

news Howrah West Bengal HMC সংবাদ

Last Updated :