নিজস্ব সংবাদদাতাঃ সোমবার বৈঠকের পর বাংলার মানচিত্রে যুক্ত হল আরও সাতটি নতুন জেলা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য বড় জেলাগুলিকে ছোট কয়েকটি জেলায় ভাঙার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে করার জন্য দিল্লির কাছে IAS, IPSদের পাঠানোর আবেদনও জানিয়েছিলেন। সেইমতো কাজের পদ্ধতি শুরু হয় এবং সেই নিয়ম মেনেই তৈরি হতে চলেছে ছোট সাতটি জেলা। সোমবার ৭টি নতুন জেলার নাম ঘোষণাও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেগুলি হল- বহরমপুর, কান্দি, সুন্দরবন, বসিরহাট, ইছামতী, রানাঘাট ও বিষ্ণুপুর।
{link}
জেলাগুলির মধ্যে সুন্দরবন, বসিরহাট, রানাঘাটকে আলাদা পুলিশ জেলা হিসেবে ঘোষণা করে সেখানে কাজকর্ম শুরু হয়েছিল। যেহেতু উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা বড় জেলা, তাই এই দুই জেলাকে ছোট ভাগে ভাগ করা হয়েছে। তবে এই নয়া সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের বিরোধী দল বিজেপি এই সিদ্ধান্তকে একদমই সমর্থন করেনি। বিজেপির একাধিক নেতা এর বিরুদ্ধে সরব হয়েছেন। সাধারন মানুষের একাংশ এই বিষয়টি নিয়ে অসন্তুষ্ট। তাদের বিশেষ করে সমস্যা দেখা দিয়েছে নামকরন নিয়ে। যেমন বেশ কিছু নদীয়ায় বসবাসকারি মানুষ, তাদের মধ্যে বিশেষ করে বয়স্ক মানুষজন নদিয়া ভেঙে রানাঘাট হওয়ার বিষয়টি গ্রহন করতে পারছেন না। একইভাবে আবার কেউ কেউ বলছেন প্রশাসনিক ও যাতায়াতে অনেকটাই সুবিধা হবে। যার ফলে বর্তমান পরিস্থিতিতে একথা স্পষ্ট যে, মানুষের মধ্যে বিষয়টি নিয়ে রীতিমতো জল্পনার সূত্রপাত ঘটেছে।
{ads}