header banner

মালদহের বিস্ময় বালিকা, মাত্র ১২ বছরেই রপ্ত বাংলা, ইংরেজি, উর্দু; লেখা শুরু হয়েছে উপন্যাসও

article banner

নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদার হরিশ্চন্দ্রপুরের বিস্ময় এক বালিকা, বয়স মাত্র ১২ বছর, এই বয়সেই বাংলা, ইংরেজি ও উর্দু তিনটি ভাষায় দক্ষতা অর্জন করে কবিতা ও উপন্যাস লেখে রীতিমত চমকে দিয়েছে সবাইকে। এক অনন্য প্রতিভার অধিকারী মালদার হরিশ্চন্দ্রপুরের এই বালিকা। সপ্তম শ্রেণির ছাত্রী একাধিক ভাষা রপ্ত করে কবিতা লিখে সকলের মন জয় করেছে মাত্র বয়স বারো বছর বয়সে। নাম লামিসা আহমেদ, বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার তেঁতুল বাড়ি এলাকায়। বর্তমানে হরিশ্চন্দ্রপুরের কিরণবালা বালিকা বিদ্যাশ্রম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সে। এই অল্প বয়সেই সে রীতিমত রপ্ত করে ফেলেছে বাংলা,ইংরেজি ও উর্দু ভাষা। তিনটি ভাষাতেই সে কবিতা লিখে আবার আবৃত্তিও করে। বর্তমানে সে ইংরেজি ভাষায় একটি নভেলও লিখছে। তার এই প্রতিভায় মুগ্ধ গোটা স্কুলের  শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরা।

{link}
বিস্ময় বালিকা লামিসা আহমেদ জানান,দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ে সে জানতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর কিশোর বয়স থেকে কবিতা লেখতে শুরু করেছিলেন। এই থেকে অনুপ্রাণিত হয়ে তারপর ধীরে ধীরে সে কবিতা লেখা শুরু।প্রথমদিকে ভালো না হলেও মায়ের কাছ থেকে উৎসাহ পেয়েছে সে, তারপর একেরপর এক কবিতা লিখে ফেলেছে।ইতিমধ্যে বাংলা,ইংরেজি ও উর্দু ভাষা মিলে  ২০ থেকে ২৫ টি কবিতা লেখা হয়ে গেছে তার।এমনকি 'আলিয়া দি ম্যাজিক স্টোন' নামে ইংরেজি ভাষায় একটি উপন্যাসও লেখতে শুরু করেছে। উপন্যাসটির মোট  ৪৫ পাতা লেখা হয়ে গেছে। সে আরো জানায়,প্রথম দিকে তার ইচ্ছে ছিল বড়ো হয়ে সে একজন চান্সলার হবে। তবে  সে জানতে পারে, চান্সলার হতে গেলে তাকে রাজনীতির সঙ্গে জড়াতে  হবে, তাই সে কলেজের প্রিন্সিপাল হবার ইচ্ছা রয়েছে। তবে তার বাবার ইচ্ছে তাদের মেয়ে একজন বৈজ্ঞানিক হয়ে উঠুক।
{ads}

news Maldah West Bengal Girl সংবাদ

Last Updated :