header banner

জেরক্সের দোকানের আড়ালে জাল নোট তৈরীর অভিযোগে বাঁকুড়ায় গ্রেপ্তার ১

article banner

বাঁকুড়াঃ জেরক্সের দোকানের আড়ালে জাল নোট তৈরীর অভিযোগে গুরুপদ আচার্য নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। বাঁকুড়ার বিষ্ণুপুর সত্যজিৎ সরণীর ঘটনা।বুধবার রাতে বিষ্ণুপুর-তালডাংরা রাস্তার ফরেস্ট অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা গুরুপদ আচার্য নামে ঐ ব্যক্তির দোকান থেকে জাল নোট তৈরীর সরঞ্জাম ও মেশিন ছাড়াও ১০০, ২০০ এবং ৫০০ টাকার ১ লক্ষ ৬৫ হাজার ৫৬০ টাকা মূল্যের জাল নোট  উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

{link}

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ঐ দিন গুরুপদ আচার্য নামে ঐ ব্যক্তি জয়পুর থানার শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের গোপালনগর গ্রামের মেলা থেকে জাল নোট দিয়ে খেলনা কেনার চেষ্টা করছিলেন। বিষয়টি বুঝতে পেরেই এলাকার লোকজন তাকে ব্যপক মারধোর করে। পরে জয়পুর থানার পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে। পরে রাতেই অভিযুক্তের বাড়ি থেকে ঐ বিপুল পরিমান জাল নোট উদ্ধার হয় বলে জানা গেছে। অভিযুক্তের স্ত্রী ও বৌমা ঘটনার কথা স্বীকার করলেও ঘরের 'দরজা বন্ধ' রেখে কি কাজ হতো তারা জানেননা বলে দাবি করেন। স্থানীয় ব্যবসায়ীরাও এবিষয়ে কিছু জানেনা বলে জানিয়েছেন। তারা বলেন, গত কুড়ি বছরের বেশী সময় ধরে এই এলাকায় দোকানটি রয়েছে। জাল নোট তৈরীর বিষয়টি তাদের অজানাই ছিল। এদিন সকালে বিষয়টি তারা জেনেছেন বলে জানান।

{ads}

news Xerox business fake Money fraud money one arrested Bankura West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article