header banner

অসাবধানতার ফল, রাস্তার ধারে ল্যাম্পপোস্টের নগ্ন তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রীর

article banner

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমানঃ রাস্তার ধারে পড়ে থাকা বিদ্যুৎ খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার অন্তর্গত চিচুড়িয়া মোড় ট্যাক্সি স্ট্যান্ড চত্বর এলাকায়।মৃত ছাত্রীর নাম খুশি বাউরী, বয়স ১০ বছর। খুশির অকাল মৃত্যুতে শোকাহত গোটা জামুড়িয়া এলাকা।

{link}

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, খুশির বাড়ির সামনের ওই ইলেকট্রিক পোস্টটিতে  কেউ হ্যালোজেন লাইট লাগিয়ে ছিল। কিন্তু সেই লাইটের তারটি নিচে ঝুলছিল। জানা যায়, খুশি খেলার সময় সেই খুঁটিটি স্পর্শ করে ফেলে। যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবার ও স্থানীয়দের দাবী, দোষীদের  যথাযথ শাস্তি দেওয়া হোক।দোষীদের শাস্তির দাবিতে  দফায় দফায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে খুশির পরিবারের লোক ও স্থানিয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  মোতায়েন করা হয়েছে  বিশাল পুলিশ বাহিনী।

{link} 

কিন্তু প্রশ্ন হল লোকালয়ের মধ্যে এরকম বিপজ্জনকভাবে বিদ্যুতের তার ঝোলা সত্ত্বেও স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেননি কেন?এরকম একটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের জন্য অকালে ঝড়ে গেল একটি তাজা প্রাণ।আপাতত পুরো ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

{ads}

news death accident school girl Jamuria West Burdwan West Bengal সংবাদ

Last Updated :