header banner

সোনারপুরে ডাকাতির সূত্র থেকে উদ্ধার প্রায় ৪২ লক্ষ টাকার সোনার গহনা, গ্রেফতার স্বর্ন ব্যবসায়ী

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর থেকে উদ্ধার প্রচুর পরিমান অবৈধ সোনার গহনা। প্রায় আটশো গ্রাম সোনা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে এক স্বর্ণ ব্যবসায়ীকে। তার পাটুলিতে সোনার দোকান ও সোনারপুরের মালঞ্চ এলাকার বাড়িতে তল্লাশি চালিয়ে এই চোরাই সোনা উদ্ধার করে পুলিশ। ধৃতের নাম বঙ্কিম কর্মকার। 

{link}
পুলিশ সূত্রে খবর ১০ ই অক্টোবর সোনারপুর এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ে ৩ ডাকাত। তাদের নাম মুজিবর মন্ডল, সাইফুদ্দিন মন্ডল ও শঙ্কর দাস। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরেই স্বর্ণ ব্যবসায়ী বঙ্কিম কর্মকারের খোঁজ মেলে। সাথেই পাওয়া যায় চোরাই সোনার হদিসও। ধৃতকে বুধবার বারুইপুর আদালতে পেশ করা হয় বলে জানা গিয়েছে। একটি বড়োসড়ো ডাকাতির তদন্তের কিনারা হল বলে মনে করছেন সাধারন মানুষের একাংশ। 
{ads}

news Sonarpur Robbery police crime South 24 Paragana সংবাদ

Last Updated :