আজ সকালে হাওড়ার জগতবল্লবপুর থানার অন্তর্গত এলাকায় মর্মান্তিক একটি দূর্ঘটনায়ে ঘুম ভাঙল বাসিন্দাদের। নিয়ন্ত্রন হারিয়ে একটি হাওড়া-মুন্সিরহাট রুটের যাত্রীবাহী বাস ঘোড়া দা-পুরাশ- হাওড়া মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ান জলিতে নেমে যায়।ঘটনাস্থলে মৃত্যু হয়েছে মহম্মদ আলি মিদ্দ্যা নামের এক ব্যাক্তির এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।
বাসযাত্রীদের উদ্ধারে কাজের জন্য ছুটে আসেন আশেপাশের গ্রামের স্থানীয় বাসিন্দারা। তার সাথেই খবর দেওয়া হয় পুলিশকে। স্থানিয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে ক্রেনের সাহায্যে খাল থেকে তোলা হয় বাসটিকে। ঘটনাটি ঘটেছে সকাল সাতটার সময় হাওড়া থেকে ঘনাদা আশার মুখে বাসটি দক্ষিণ বাড়ি ও সন্তোষপুর এর মাঝে দু'নম্বর পোলের সাইট থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নেবে যায় নয়ান জলিতে। ঘটনাস্থলে পৌছয় জগতবল্লবপুর থানার পুলিশ।
{link}
পুলিসের প্রাথমিক অনুমান ব্রেকফেল করায় নিয়ন্ত্রন হারিয়ে খালে পরে যাত্রীবাহী বাসটি।সুত্রের খবর মৃত্যু হয়েছে একজনের এবং আহতদের নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। এই ঘটনাটি কেন্দ্র করে বেশ কয়েকক্ষন যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
{ads}