header banner

রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ছাত্রীর, আশঙ্কাজনক অবস্থা বাবার

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ কলেজের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে প্রথম শ্রেণীর ছাত্রী এবং তার বাবা। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু ছাত্রীর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাবা। নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার কালিরহাট ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা।

{link}

জানা যায় শান্তিপুর থানার গুপ্তিপাড়া এলাকার বাসিন্দা দিয়াকেয়া মন্ডল (১৮) কৃষ্ণনগর ভাতজাংলা এলাকায় একটি বেসরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। মঙ্গলবার ওই কলেজে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল। এদিন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ওই ছাত্রী। অনুষ্ঠান শেষ-এর পর কলেজ থেকে বাবার বাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। কালিরহাট ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে তারা যখন হাসছিল পাশ থেকে একটি লরি তাদের সজোরে ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়ে বাবা এবং মেয়ে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা তড়িঘড়ি দুইজনকে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই ছাত্রীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অন্যদিকে এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

{ads}

news accident death of a collage student bike accident Rabindra Jayanti Nadia West Bengal India সংবাদ

Last Updated :