header banner

নদীয়ায় আটা বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু প্রথম শ্রেনীর ছাত্রের

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ স্কুলে যাওয়ার সময় বছর সাতেকের এক শিশুর মৃত্যু হল পথদুর্ঘটনায়। প্রথম শ্রেণীর এক ছাত্রকে রাস্তায় পিষে দিল আটা বোঝাই একটি গাড়ি। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আটার গাড়িতে আগুন লাগিয়ে দিলে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে জমায়েত হয় বিশাল পুলিশবাহিনী। নদীয়ার গাংনাপুর থানার আইসমালি রাজ্য সড়কের ঘটনা। মৃত নাবালক ছাত্রের নাম মজিদ মন্ডল (৭)।

{link}

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বেরিয়ে সে আইসমালি ইউনাইটেড একাডেমী প্রাইমারি স্কুলে যাচ্ছিল। ঠিক তখনই উল্টো দিক থেকে আইসমালি মিলের আটা বোঝাই একটি লরি ওই রাস্তা দিয়ে আসছিল। তখনই গাড়ির গতি বেগ বেশি হওয়ার কারণে নিমেষেই ওই ছাত্রকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালক ছাত্রের। এরপরই উত্তেজিত জনতা আটার গাড়িটিকে আটকে আগুন লাগিয়ে দেয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এর আগেও ওই রাস্তায় একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। মূলত গাড়ির গতি নিয়ন্ত্রণে থাকা ছাড়াও নানা কারণেই বিভিন্ন দুর্ঘটনা ঘটে।

{link}

 প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে গাংনাপুর থানার বিশাল পুলিশবাহিনী। রানাঘাট দমকলে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন এর সহায়তায় প্রাথমিকভাবে গাড়ির আগুন নেভানো হয়। অবশেষে প্রশাসনের কড়া পদক্ষেপ এর আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগেও পুলিশের গাফিলতির ফলে বিভিন্ন এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। তবে সাধারন মানুষের কথা ভেবে সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

{ads}

news Nadia Road accident school student West Bengal সংবাদ দুর্ঘটনা

Last Updated :