header banner

এবছরও ভক্তদের জন্য কৌশিকী অমাবস্যাতে বন্ধ থাকছে তারাপীঠ

article banner

পশ্চিমবঙ্গের বহু ভক্তিপীঠের মধ্যে অন্যতম বীরভূমের তারাপিথ।পুরির রথের তিথিতে জগন্নাথ মন্দিরের মত তারাপীঠেও কৌশিকি অমাবস্যাতে উপছে পরে ভক্তদের সম্ভার।মারন ভাইরাসের কথা মাথায় রেখে গত বছরের মতই এবারও করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য আগামী মাসে অমাবস্যার আগে পরে ছদিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে মা তারার মন্দির কতৃপক্ষ্য। 

{link}
তাই চলতি বছরেও তারাপীঠে কৌশিকী অমাবস্যার পুজো হবে ছোটো  করে। গত বছরেও কৌশিকী অমাবস্যার আগে পরে কয়েকদিন মন্দির বন্ধ ছিল। মা তারা দেবী কালিকারই এক রূপ। তারাপীঠে ব্রহ্মশিলায় অবস্থান মা তারার। সেই শিলার ওপরেই রয়েছে মা তারার আবক্ষ মূর্তি। সেই মূর্তিই পুজো হয় বছরভর। প্রতিদিন সকালে নিত্যপুজোর পর এবং রাতে সন্ধ্যা আরতির পর দেবীর শিলামূর্তি দর্শন করা যায়। তখন ভক্তেরা খুব কাছ থেকে দেবীর অনিন্দ্যসুন্দর রূপ প্রত্যক্ষ করেন। 

{link}
তারা মায়ের মন্দির যে ঘরে রয়েছে, সেখানে জায়গা খুবই ছোট। মায়ের দর্শন করতে কৌশিকি অমাবস্যাতে সেখানেই ভিড় হয় গাদাগাদি। তাই করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যায়। সেজন্য করোনা পরিস্থিতিতে গত বছর বেশ কয়েক মাস মন্দিরের দরজা বন্ধ ছিল ভক্তদের জন্য। এবারও করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য মাসখানেক মন্দির বন্ধ ছিল। তবে সম্প্রতি মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছিল ভক্তদের জন্য। প্রত্যাশিতভাবেই ভিড় হতে শুরু করেছে মাতৃদর্শনের নিমিত্ত।

{link}
মাস ঘুরলেই কৌশিকী অমাবস্যা। এদিন দ্বারকায় স্নান সেরে মায়ের পুজো দিয়ে প্রার্থনা জানানোই রীতি। সেই কারণে ফি বছর এই দিনে কয়েক লক্ষ মানুষের ভিড় হয় তারা মায়ের মন্দিরে। তা থেকে সংক্রমণ ছড়াতে পারে। এই আশঙ্কায় এবার ওই অমাবস্যার আগে-পরে ছ দিন মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কমিটি। ভক্ত সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকলেও, মন্দিরের নিত্যপুজো, এবং অমাবস্যার বিশেষ পুজো, সবই হবে প্রথা মেনেই।

{ads}

news aethists amabhashya Birbhum Tarapith Bolpur West Bengal India অমাবস্যা মা তারা তারাপীঠ বীরভূম

Last Updated :