header banner

জগৎবল্লভপুরে স্কুলে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: জগৎবল্লভপুর বড়গাছিয়া ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালা স্কুলে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ। স্কুলের গেট ও দেওয়ালে অভিযোগ তুলে একাধিক পোস্টার লাগিয়ে প্রতিবাদ স্থানীয় মানুষজন ও প্রাক্তন ছাত্রছাত্রীদের। পোস্টারে স্কুলের সরকারি টাকা নিজেদের পার্সোনাল একাউন্টে কেন গেছে সেই জবাব চাওয়া হয়েছে। মিড ডে মিলের দৈনন্দিন খাবার স্কুল থেকে পাচার কিভাবে হচ্ছে এছাড়াও স্কুল পড়ুয়াদের পোশাকের ক্ষেত্রেও আর্থিক দুর্নীতি সহ একাধিক গুরুতর অভিযোগ এনেই এই পোস্টার। যে পোস্টারগুলিকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 

{link}
বেলা বাড়তেই এই পোস্টার ঘিরে খুলে চাঞ্চল্য ও বিক্ষোভের সৃষ্টি হয়। স্কুলের প্রাক্তন পড়ুয়াড়া হাওড়া আমতা রোড অবরোধ করেন। প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা না গেলেও প্রাক্তন স্কুল সভাপতি ডক্টর কুমারজ্যোতি ব্যানার্জি জানান বিগত পাঁচ মাস আগে পুরনো কমিটি বদল হয়ে নতুন কমিটি গঠন হওয়ার সময় সব হিসাব বুঝিয়ে দিয়ে আসা হয়েছিল। তার পরেও এই পোস্টার কেনো পড়লো তা তার কাছে বোধগম্য নয়। অন্যদিকে তিনি সরাসরি অভিযোগ করেন তাকে নোংরা রাজনীতির শিকার করা হচ্ছে। স্থানীয় জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ সমস্ত বিষয়টি জানেন এবং তার নির্দেশেই পাঁচ মাস আগে ওই স্কুল ছেড়ে অন্য স্কুলে সভাপতির পদে তিনি গিয়েছেন। অন্যদিকে বিধায়ক সীতানাথ ঘোষের দাবি তিনি এ ব্যাপারে কিছুই জানেন না তাই কোনো মন্তব্য করবেন না। যদিও প্রাক্তন পড়ুয়া সহ এলাকার মানুষ দ্রুত এই ঘটনা তদন্ত চাইছেন এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন।
{ads}

news allegations of corruption Headmaster school president Bargachia Jagatballabhpur Howrah India সংবাদ

Last Updated :