header banner

জলপাইগুড়ি জেলা থেকে উদ্ধার বানরের ন্যায় বিরল প্রজাতির চারটি প্রাণী

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গঃ জলপাইগুড়ি জেলা থেকে উদ্ধার হল বানরের ন্যায় বিরল প্রজাতির চারটি প্রাণী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উদ্ধার হওয়া চারটি প্রাণী বিরল লেমুর। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই প্রাণীগুলি মূলত কম্বোডিয়ায় দেখা যায়। 

{link}
চারটি প্রাণী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে প্রাণীগুলি কোথা থেকে আর কিভাবে এলো উত্তরবঙ্গে, এর নেপথ্যে কি সক্রিয় কোনও পাচার চক্র রয়েছে? প্রশ্ন থাকলেও অবশ্য উত্তর নেই। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাচারের লক্ষ্যেই ওই চারটি প্রাণীকে বিশেষ ধরণের খাঁচায় করে নিয়ে যাওয়া হচ্ছিল।

 {link}
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল জলপাইগুড়ির কাস্টমস বিভাগের তরফে চলা বিশেষ অভিযানে একটি বাস থেকে খাচা বন্দি ওই চারটি প্রানীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে লেমুর মনে করা হলেও পাকাপাকিভাবে ওই প্রাণীগুলোকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে ওই চারটি প্রাণীকে রাখা হয়েছে বেঙ্গল সাফারি পার্কে। প্রাণীগুলোর সঠিক পরিচয় জানতে তৎপর বনবিভাগ। 
{ads}

news animals rare animals animals rescued West Bengal Jalpaiguri North Bengal সংবাদ

Last Updated :