header banner

ত্রিপুরায় বিজেপির ধারে কাছে পৌঁছতে পারেনি সিপিএমও

article banner

পিকের সংস্থা আইপ্যাকের হাতে ধরে সফল হয়েছিল তৃণমূলের মিশন ত্রিপুরা বিশেষজ্ঞদের মতে। এরই মধ্যে পুরভোটে ত্রিপুরায়।তবুও সে রাজ্যের পুরনির্বাচনে অর্ধেক আসনেই প্রার্থী দিতে পারেনি তৃণমূল। কেবল তৃণমূল নয়, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ত্রিপুরায় বিজেপির ধারে কাছে পৌঁছতে পারেনি সিপিএমও। সে রাজ্যের আগরতলা পুরনিগম ও পুরনগর পঞ্চায়েতগুলির সব আসনে প্রার্থী দিতে পারেনি তারা। বামেরা যা-ও বা কিছু আসনে প্রার্থী দিয়েছেন, কংগ্রেসের পক্ষে তা-ও সম্ভব হয়নি। প্রত্যাশিতভাবেই উল্লসিত ত্রিপুরার গেরুয়া শিবির। 

{link}
নভেম্বরের ২৫ তারিখে হবে ত্রিপুরা পুরনিগম ও নগর পঞ্চায়েতের নির্বাচন। ৩ তারিখে হয়ে গেল মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া। প্রক্রিয়া শেষ হতেই জানা গেল, ত্রিপুরার সব আসনে প্রার্থী দিতে পারেনি তৃণমূল। আগরতলা পুরনিগমের ৫১টি আসনেই আবশ্য প্রার্থী দিয়েছে তারা। এর মধ্যে ২৫টি আসনে দেওয়া হয়েছে মহিলা প্রার্থী। তবে নগর পঞ্চায়েত নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে পারেনি জোড়াফুল শিবির। 

{link}
সূত্রের খবর, আগরতলা পুরনিগম, ১৩টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ তারিখে। সব মিলিয়ে আসন সংখ্যা ৩৩৪। এই আসনগুলির জন্য মনোনয়পত্র দাখিল করেছেন মোট ৮২৯ জন প্রার্থী। এর মধ্যে তৃণমূলের পক্ষে মনোনয়ন দাখিল করেছেন মাত্র ১২৫ জন। বিজেপি সব কটি আসনে প্রার্থী দিতে পারলেও, সিপিএম পারেনি। রাজ্যের প্রাক্তন শাসক দল প্রার্থী দিয়েছে মাত্র ২১৪টি আসন। কংগ্রেসের পরিস্থিতি আরও সঙ্গিন। তারা প্রার্থী দিয়েছে মাত্র ১০১টি আসনে। সিপিআই প্রার্থী দিয়েছে ৬টি আসনে। আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক যথাক্রমে ২ এবং ৫টি আসনে প্রার্থী দিয়েছে। ওই ভোটের ময়দানে রয়েছেন ৩২ জন নির্দল প্রার্থীও। অন্যান্য ৮জন প্রার্থীও জমা দিয়েছে মনোনয়ন।
রাজ্যের বেশ কিছু অংশে মনোনয়নই দাখিল করতে পারেননি বামেরা। শান্তিরবাজার, উদয়পুর, বিশালগড়, মোহনপুর ও রানির বাজার পুর পরিষদের একটি আসনেও প্রার্থী দিতে পারেননি তাঁরা। জিরানিয়া এবং কমলপুর নগর পঞ্চায়েতেও প্রার্থী নেই বামেদের। জিরানিয়া নগর পঞ্চায়েতের ১১টি আসনের মধ্যে মাত্র ১টিতে প্রার্থী দিয়েছেন অন্যরা। শান্তিরবাজার পুর পরিষদে ১৫টির মধ্যে ৬টিতে রয়েছেন নির্দল প্রার্থীরা। বাকিগুলির একটিতেও মনোনয়ন দিতে পারেননি বিরোধীরা। প্রার্থী দিতে না পারায় তাঁরাও দুষছেন রাজ্যের শাসক দলকে। অভিযোগ অস্বীকার করেছেন গেরুয়া নেতৃত্ব।
{ads}

news article Biplab Dev Tripura Mamata BAnerjee Abhishek Banerjee West Bengal India

Last Updated :