header banner

দূর্গাপুর এক্সপ্রেসওয়েতে কার্বন ডাই-অক্সাইড ভর্তি ট্যাঙ্কারের ভালভ ফেটে দুর্ঘটনা

article banner

লখনউ থেকে কলকাতা আসার পথে ২ নম্বর জাতীয় সড়কের তেলিপুকুরে কার্বনডাই অক্সাইড ভর্তি ট্যাঙ্কারের  ভাল্ভ ফেটে বেরতে থাকে কার্বনডাই অক্সাইড। আতঙ্কিত হয়ে পরেন ২ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা মানুষ।খবর পেয়ে ধ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ।বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করে পুলিশ জাতীয় সড়কের দু দিকের যান চলাচল বন্ধ করে দেয়। এসে পৌছয় দমকল। প্রায় দু ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি। পরে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেন দিয়ে ট্যাঙ্কারটি কে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায় পুলিশ।

{link}
দুর্ঘটনার কারনে ২ নম্বর জাতীয় সড়কে তেলিপুকুরে ব্যাপাক যানজট সৃষ্টি হয়। পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ সুত্রে জানা গেছে, কার্বনডাই অক্সাইড ভর্তি ট্যাঙ্কারটি কলকাতার একটি নামী নরম পানীয় প্রস্তুতকারি সংস্থায় যাচ্ছিল।
{ads}

news article carbon di oxide tanker soft drinks national highway police Kolkata leakage panic West Bengal

Last Updated :