header banner

শিলিগুড়িতে এটিএম লুটের চেষ্টায় ধৃত ১

article banner

একটি ব্যাংকের এটিএম ভেঙে লুটের চেষ্টা করা হল শিলিগুড়িতে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সমরনগর এলাকার একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে। সেখানে দুষ্কৃতীরা এটিএম ভেঙে লুটের চেষ্টা করে। কিন্তু দুষ্কৃতীরা কোন টাকা সেখান থেকে বার করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার ৭২ ঘন্টার মধ্যেই অমল রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে  ওই এটিএম এর বেশ কিছু অংশ মহানন্দা নদী থেকে উদ্ধার করে পুলিশ । 

{link}
গত  তারিখে সমরনগর এলাকায় টহলদাড়ি চালানোর সময় এক ব্যক্তিকে একটি এটিএম ভাঙার চেষ্টা করতে দেখেন পুলিশকর্মিরা। সেখানেই তাকে হাতে নাতে ধরে  ফেলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। সেখান থেকে এটিএম ভাঙার কাজে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তির নাম রানা টিগ্গা । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসিপি জানান, পুলিশ কমিশনারের নির্দেশে শহরের বিভিন্ন জায়গায় লাগাতার অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে এটিএম লুটের ঘটনার পর শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা, প্রধান নগর এলাকার অন্যান্য এটিএম এর ওপর নজরদারি চালানোর নির্দেশ দেন। এই নির্দেশ মেনে এটিএমের উপর নরজরদারি চলছে।
{ads}

news atm breakage money Gourav Sharma Commissioner Of Police Siliguri Loot North Bengal West Bengal India

Last Updated :