নির্বাচনের ৩ মাস পেরিয়ে যাওয়ার পরেও অশান্তির আগুণ নিভছে না পশ্চিমবঙ্গে। গত কয়েক মাসে দার্জিলিং থেকে সুন্দরবন চলছে রাজনৈতিক অশান্তি। প্রতিদিন কোন না কোন জেলায় শোনা যাচ্ছে তৃণমুল-বিজেপি সংঘর্ষের ঘটনা।
{link}
এই রকমই এক ঘটনা ঘটল মুর্শিদাবাদের নওদায়। ।সূত্রের খবর এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার চেষ্টা হয় । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদের নওদা থানার গোঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় আহত ব্যক্তির নাম শাহাবুদ্দিন মন্ডল। তার বাড়ি নওদা থানার চাঁদপুর বলতলা পাড়ায়। জানা যায় আহত শাহাবুদ্দিন মন্ডল বাড়ি ফেরার পথে গোঘাটায় দুষ্কৃতীরা তাকে পরপর তিনটি গুলি করে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে পাটিকাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করে। হাসপাতাল সুত্রে খবর চিকিৎসার সারা দিচ্ছেন শাহাবুদ্দিন।
{link]
জাতীয় মানাবাধিকার কমিসানের তরফ থেকে ভোট পরবর্তী হিংসার শাংসয়পত্র জমা দেওয়া হয় কলকাতা হাইকোর্টে। তদন্ত করার পর আজই আদালত রায় দেয় এই মামলার তদন্ত করবে সিবিআই।
{ads}