header banner

বেপরয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় চালক ও দুষ্কৃতিদের দ্বারা আক্রান্ত গৃহবধূ

article banner

 হাওড়া থানামাকুয়া থানার অন্তর্গত পঞ্চাননতলায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করা নিয়ে আক্রমণ করা হল এক  গৃহবধূকে। মহিলা জানিয়েছেন শনিবার রাত্রিবেলায় একটি সাইকেল ও একটি হলুদ ট্যাক্সির সংঘর্ষ হওয়ায় ট্যাক্সি চালক সাইকেলের বছর ১৪র চালক কে এলপাথারি মারতে থাকে। সেই সময় ওই মহিলা প্রতিবাদ করায় তারপর এলাকার মানুষ তাড়া করলে পালিয়ে যায় তারা। কিছুক্ষণ পরই দলবল নিয়ে এসে প্রতিবাদীর  বাড়িতে হামলা করেন গারির চালক ও ট্যাক্সির আরোহীরা। ইট পাথর ছুঁড়ে ভাঙ্গা হলো জানালা। সাথে  অশ্রাব্য ভাষায়  কটুক্তিও করে দূষ্কৃতিরা। 

{link}
ইঁটের আঘাতে ভাঙা কাচের টুকরো লেগে গলায় ও থুতনিতে আঘাত প্রাপ্ত হন ওই গৃহবধূর মেয়ের। তাকে স্থানীয় সাউথ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে গলায় ও থুতনির ক্ষতস্থানে সেলাই দিতে হয় বলে জানান ওই তরুণী।

{link]
 সেই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় এক গৃহবধূ। তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়ে তখনকার মতো চলে গেলেও কিছুক্ষণ পরেই দলবল জুটিয়ে এনে এলাকায় তান্ডব চালায় ওই দূষ্কৃতিরা। ঘটনার খবর দেওয়া স্থানীয় থানায়।ঘটনাস্থলে আসে পুলিশ। এই ঘটনার পরে আতঙ্কিত এলাকার মানুষ।                                 
{ads}

news attempt to murder taxi cycle collision pelting stones Howrah Police West Bengal India

Last Updated :