header banner

বেলুড় মঠে কোভিড বিধি মেনে সংক্ষিপ্ত সন্নাসী এবং ব্রহ্মচারীদের উপস্থিতিতে পালিত গঙ্গাপূজা

article banner

গয়কাল রবিবার ছিল দশহারা অর্থাৎ গঙ্গা পূজা। এই বাংলার তথা সারা ভারতবর্ষের সনাতন হিন্দুদের কাছে গঙ্গা শুধু নদী নয় এক আরাধ্য দেবীও বটে! প্রতিবছরেই নিয়ম করে প্রথা মেনে এই দিনটাতে গোমুখ থেকে সাগর পর্যন্ত্য গঙ্গা অববাহিকায় মা গঙ্গার আবাহনী পুজো হয়। 

{link}
বেলুড় মঠ সৃষ্টির পর থেকে বেলুড়মঠে প্রতিবছর এই দিনটাতে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে গঙ্গা পূজা করা হয়ে থাকে। রবিবার সকালেও সাতটা নাগাদ স্বামীজীর গঙ্গার ঘাটে সাড়ম্বরে এই পূজা সম্পন্ন হয়েছে। প্রতিবছর বহু মানুষের সমাগমে পুজো অনুষ্ঠিত হলেও কোভিডের কারনে এভার ভাটা পড়েছে সেই সমাগমে। করোনা কালের সমস্ত বিষয়বস্তু মাথায় রেখেই সংক্ষিপ্ত সন্নাসী এবং ব্রহ্মচারীদের উপস্থিতিতে এই পূজা সম্পন্ন হয়েছে।

 
{ads}

news Belur Math Goddess Ganga worship of Goddess Ganga Ramkrishna Mission West Bengal Swamiji India সংবাদ বেলুড় মঠ রামকৃষ্ণ পূজা দশহরা গঙ্গা পূজা

Last Updated :