header banner

বহরমপুর থানায় বিস্ফোরণ, জখম ৪ পুলিশকর্মী

article banner

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ বহরমপুর থানার মালখানায় বিস্ফোরণ, জখম চার পুলিশকর্মী। সোমবার সকালে বহরমপুর থানার মালখানায় দুপুর  বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে হটাৎ জোরালো বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে আহত হন চার জন পুলিশকর্মীরা। তাদের দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। 

{link}
পুলিশ সূত্রে খবর, চার পুলিশ কর্মী থানার মালখানায় কাজ করছিলেন তখন হটাৎ এই বিস্ফোরণ ঘটে। আহতদের পরিস্থিতি দেখতে হাসপাতালে পৌঁছান পুলিশ সুপার কে সবরি রাজকুমার। বহরমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকার জানান ব্যাটারি বিস্ফোরণ থেকে ঘটনাটি ঘটে থাকতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার জানান বারুদ থেকেও এই বিস্ফোরণ ঘটতে পারে। আদতে কি থেকে বিস্ফোরণ ঘটলো তা খতিয়ে দেখতে ঘটনার স্থল পরিদর্শনে যান পুলিশ সুপার কে সবরি রাজকুমার। যদিও কি থেকে বিস্ফোরন ঘটেছে তা এখনও পুলিশের তরফে জানানো হয়নি। তবে আহত পুলিশকর্মীরা সকলেই এখন চিকিৎসাধীন আছেন, কারুর আঘাত গুরুতর নয়। 
{ads}

news blast at Baharampur police station four policemen injured Baharampur Murshidabad West Bengal India সংবাদ

Last Updated :