header banner

বুধবার রাতে হাবড়ায় বোমাবাজি, চলল গুলি, দুষ্কৃতি হামলায় আহত ২ তৃণমূল কর্মী

article banner

নিজস্ব সংবাদদাতাঃ দুষ্কৃতী হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠল হাবড়া। বুধবার গভীর রাতে হাবড়ায় চলল বোমা-গুলি। বোমার ও গুলির আঘাতে জখম হয়েছে রাজু ঘোষ ও শান্তনু রায় নামে দুই যুবক। আহতরা গুলিবিদ্ধ অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 

{link}
স্থানীয় সূত্রে খবর বুধবার রাতে হাবড়া শ্রীনগর এলাকায় হঠাৎ করেই কিছু দুষ্কৃতী এসে বোমাবাজি করার পাশাপাশি বারংবার গুলি চালাতে থাকে। অভিযোগ সেই সময় বাড়িতে থাকা তৃণমূল কর্মী বলে পরিচিত দুই যুবকের ওপরও দুষ্কৃতীরা হামলা চালায়, যার জেরে জখম হয়েছেন স্থানীয় ওই দুই যুবক। আহতরা তৃণমূল সমর্থক বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও। তবে কে বা কার হামলার সাথে জড়িত কিংবা কি কারনে এই হামলা সেই তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। বোমাবাজির খবর পেতেই ঘটনাস্থলে আসে হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি ঘটনাস্থল থেকে  গুলির খোল ও তাজা বোমা উদ্ধার করে।

{link}
এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকার বাসিন্দারা দুষ্কৃতী তাণ্ডবের পর এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে রাতে তারা নিজেদের ঘর ছেরে বেরিয়ে এসে মাঠেই রাত কাটান। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এহেন দুষ্কৃতিদের দৌরাত্মের ফলে এখনও রীতিমতো আতঙ্ক ছড়িয়ে রয়েছে স্থানীয় মানুষদের মধ্যে। 
{ads}

news bombing open fire 2 injured Habra West Bengal সংবাদ

Last Updated :