যারা নিজের জীবন বাজি রেখে দিনরাত সীমান্ত পাহারা দিয়ে গোটা দেশটাকে রক্ষা করে, তারা দেশের সাধারণ মানুষের কাজে লাগবেনা তেমন কখন হয় কি? ভারত-বাংলাদেশের সীমান্তে মুর্শিদাবাদের জলঙ্গির সরকারপাড়া এলাকায় ১৪১ নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় বাঁচল এক মহিলার জীবন।
{link}
সূত্রের খবর বৃহস্পতিবার সকালে জমিতে কৃষিকাজের জন্য যান ওই মহিলা।মাঠে কাজ করার সময় ২৯ বছর বয়সী রুপালি বিবিকে বিষাক্ত সাপে কামড় দেয় তার পায়ে।পাশেই ছিল জলঙ্গি ১৪১ নম্বর বিএসএফ ক্যাম্পের সীমান্ত আউট পোস্ট। এই ঘটনা দেখে কর্মরত বিএসএফ জওয়ানরা খবর দেয় বিএসএফ আধিকারিকদের সেই খবর শুনে তড়িঘড়ি উন্নত চিকিৎসার জন্য বিএসএফ অ্যাম্বুলেন্স দ্বারা জলঙ্গির সাদিখানদিয়ার গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয় রুপালি বিবিকে। হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হলে তাকে বিএসএফের অ্যাম্বুলেন্স দ্বারা বাড়িতে পৌঁছে দেন বিএসএফ ১৪১নম্বর ব্যাটালিয়ন জাওয়ানরা।
{link}
তবে রূপালী বিবিকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানো বিএসএফের এই মানবিক উদ্যোগ নজির গড়েছেন গোটা এলাকায়।সাধারনত সীমান্তে থাকা জাওয়ানদের নিয়ে অনেক অভিযোগ থাকে এলাকার বাশিন্দাদের।অনেক সময় আবার গুলিও চলে।কিন্তু এই ঘটনার পর অন্য সুর এলাকাবাসীদের মুখে।বিএসএফ দের নিয়ে প্রসংশা করতে শোনা যায় তাদের.
{ads}