header banner

অবৈধ ভাবে রাস্তা দখল করে চলছে ব্যাবসা বাণিজ্য

article banner


বেআইনি ভাবে রাস্তা  দখল করে রমরমিয়ে চলছে ব্যবসা-বাণিজ্য। রাস্তার অধিকাংশ জায়গা অবৈধ ভাবে দখল করেই পসরা সাজিয়ে দেদার ব্যবসা করছেন ব্যবসায়ীরা।এমনই  অভিযোগ উঠলো মালদহ ইংরেজবাজারে। অভিযোগ পেয়ে খতিয়ে দেখলেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমলা আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকরা। 

{link}

মালদা শহরের চিত্তরঞ্জন, বিচিত্রা মার্কেট সহ একাধিক মার্কেটে হানা দেয় পুরসভা ও পুলিশের আধিকারিকরা। বেআইনি ভাবে রাস্তা দখল করে ব্যাবসা চালানোর অভিযোগে  দুজনকে স্পট ফাইনও করা হয়। এ বিষয়ে ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমলা আগরওয়াল জানান অধিকাংশ ব্যবসায়ী রাস্তা দখল করে ব্যবসা-বাণিজ্য করছেন। হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে দমকলের মত গাড়ি অথবা বড় গাড়ি ঢুকতে অসুবিধা হবে। তার পাশাপাশি পথচলতি সাধারণ মানুষদের অসুবিধা হচ্ছে। অভিযোগ পেয়ে সরেজমিনে খতিয়ে দেখা হলো। তার পাশাপাশি দুজন ব্যবসায়ীকে স্পট ফাইন করা হল। আগামীতে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

{ads}

news business Illegal Trading Municipal Corporation Police fine street vendors administrator Maldah English Bazaar West Bengal India

Last Updated :