header banner

স্কুল যাওয়ার পথে নিখোঁজ নাবালিকা, পাচারের অভিযোগে থানার দ্বারস্থ পরিবার

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্রী অর্পিতা রায়। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন খোঁজ পাওয়া যায়নি তার । পরিবারের অভিযোগ মেয়েকে পাচার করে দেওয়া হয়েছে। নদীয়ার শান্তিপুর থানার বাবলা সর্দার পাড়া এলাকার ঘটনা। মেয়ের চিন্তায় উদ্বিগ্ন তার পরিবার।

{link}

 সূত্রের খবর, বাবলা গ্রাম পঞ্চায়েতের বাবলা সর্দার পাড়ার বাসিন্দা উত্তম রায় ও দীপালি রায়ের ১২ বছরের মেয়ে অর্পিতা শান্তিপুর শরৎকুমারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতোই গতকাল সে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যে নেমে আসলেও সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের তরফ থেকে দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে বুধবার ২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর শান্তিপুর থানার দ্বারস্থ হয় তার পরিবার। থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা। পরিবারের অভিযোগ, শান্তিপুর থানার চুনাখালী তলার বাসিন্দা ছোট-বুড়ো মন্ডল নিত্যদিন ভাঙ্গারির কাজের জন্য ওই এলাকায় যেতেন।বছর ৪০ এর ওই যুবক নাবালিকাকে উত্ত্যক্ত করতো বলেও দাবি পরিবারের। এর পাশাপাশি পরিবারের অভিযোগ, বিভিন্ন সময় ওই যুবক অর্পিতাকে প্রলোভন দেখাত এমনটা এলাকাবাসীরা তাদের জানিয়েছেন।

{link}

 ওই নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার পর অভিযুক্ত ছোট-বুড়ো মন্ডল কেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি অভিযুক্ত যুবক তার নাবালিকা মেয়েকে পাচারের উদ্দেশ্যেই কোথাও নিয়ে গিয়েছে। প্রশাসনের দ্বারস্থ হয়ে তারা দাবি তোলেন অবিলম্বে তাদের নাবালিকা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসুক প্রশাসন এবং তাকে যথোপযুক্ত কঠোরতম শাস্তি দিক। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মেয়ের খোঁজ কবে পাওয়া যায় সেই আশায় পথ চেয়ে বসে আছেন অর্পিতার পরিবার।

{ads}

news children girl kidnapped Nadia police investigation West Bengal India অপহরন নদীয়া সংবাদ

Last Updated :