header banner

মুর্শিদাবাদে কনটেন্টমেন্ট জোন পরিদর্শনে জেলা প্রশাসন

article banner

পুজোর পর থেকেই উর্ধমুখী করোনার গ্রাফ। কোভিডের তৃতীয় ঢেউ মাথায় রেখে প্রশাসনের আরও কড়া পদক্ষ্যেপ নেওয়া উচিত ছিল এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের মতে। মুর্শিদাবাদে কনটেন্টমেন্ট জোন পরিদর্শনে জেলা প্রশাসন। সোমবার জেলার মোট ৩৫ টি জায়গায় কনটেন্টমেন্ট জোন ঘোষণা করা হয়। এই মহুর্তে বহরমপুরের ১১ টি জায়গায় ও জেলায় ৩৫ টি জায়গায় কনটেন্টমেন্ট জোন রয়েছে। এদিন জেলার অন্যান্য মহকুমার পাশাপাশি  বহরমপুরের কনটেন্টমেন্ট জোন পরিদর্শন করেন জেলা প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকগন। তারা বলেন, এই মহুর্তে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ার কারনে জেলা প্রশাসন আগে থেকেই সাধারণ মানুষকে সতর্ক করতে এই কনটেন্টমেন্ট জোন ঘোষণার পাশাপাশি সব মানুষকে মাস্ক পড়ার জন্য অনুরোধ এবং বিনা প্রয়োজনে বাইরে না বেড়ানোর নির্দেশ দেন। প্রয়োজনে কনটেন্টমেন্ট জোনে রেশন সামগ্রী থেকে প্রয়োজনীয় জিনিষ পৌঁছে দেবার জন্য এলাকার মানুষদের নির্দেশ দেন।

{ads}

news corona Murshidabad Covid Third Wave Baharampur Lockdown Contenment zone Pujo West Bengal India

Last Updated :