হাওড়ার দাশনগরে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। মৃতের নাম দব্যা সাউ। গতকাল রাত সাড়ে ৯টা নাগাত ঘটনাটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ অন্তঃসত্ত্বা গৃহবধূকে তার শাশুড়ির পরিচিত এক ব্যক্তি শারীরিক অত্যাচার করতো, অত্যাচারের প্রতিবাদ করায় গৃহবধূ দিব্যা সাউ কে খুন করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে ঘর থেকে বেরিয়ে যায় সে। পরে ফিরে এসে আত্মহত্যার নাটক করে। ঘটনাটির কারনে বিপুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
{link}
রবিবার রাতে এলাকার লোকেরা গৃহবধূর শাশুড়ি স্বামী ও এক ব্যক্তিকে চেপে ধরতেই তারাই নাকি খুনের কোথা স্বীকার করে বলে জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। অভিযুক্তদের বাড়ি ভাংচুর করা ও অভিযুক্তদের মারধর করা হয় | পরে পুলিশ এসে স্থানীয়দের হাত থেকে তাদের উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে ময়নাতদন্তের রিপোর্ট এর অপেক্ষায় রয়েছে পুলিশ। ময়না তদন্তে কোন ফাউল প্লে থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে দাশনগর থানার পুলিশ।
{ads}