কান্দিতে ঘর থেকে উদ্ধার ছেলের মৃতদেহ। রবিবার কান্দি থানার অন্তর্গত রুদ্রবাটি গ্রামে ঘটনা। মৃত যুবকের নাম দিনবন্ধু ঘোষ। পরিবার সুত্রে জানা গিয়েছে মায়ের অবৈধ সম্পর্কের জন্য দীর্ঘদিন ধরে মা ও ছেলের মধ্যে অশান্তি হতো। আজ সকালে নিজের বাড়িতেই দিনবন্ধুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রের খবর অনুযাই মা তার কোন সঙ্গীকে নিয়েই ছেলে দিনবন্ধু কে শ্বাসরোধ করে খুন করেছে বলে পরিবারের অভিযোগ। মৃত যুবকের গলায় দাগ রয়েছে যা থেকেই সন্দেহ হয় প্রতিবেশীরদের। ঘটনাস্থলে কান্দি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন । ঘটনার জেরে মা ভানু ঘোষ কে গ্রেফতার করেছে কান্দি থানার পুলিশ। শুরু হয়েছে বিস্তারিত তদন্ত ।
{ads}