header banner

শনিবার রাতে ক্যানিং-এ বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, তদন্তে পুলিশ

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিন ২৪ পরগনাঃ শনিবার ক্যানিংয়ে গুলিবিদ্ধ  তৃণমূল নেতা। শনিবার রাতে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। স্থানীয়রা  আশঙ্কাজনক  অবস্থায় ক্যানিং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে স্থানান্তরিত করে। বর্তমানে তৃণমূল নেতা ভর্তি রয়েছেন চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে।ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। জখম ব্যক্তির নাম জসিমউদ্দিন মোল্লা। 

{link}
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত্রিবেলা ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ওই ব্যক্তি বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন। সেই হঠাৎ দুষ্কৃতীরা তাঁকে প্রথমে ঘিরে ধরে। এরপর গুলি চালায়। একটি গুলি এসে শরীরে লাগে তাঁর। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৃণমূল কর্মীর চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসী। এ দিকে, স্থানীয় বাসিন্দাদের আসতে দেখেই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।  

{link}
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, জসিমউদ্দিন এলাকায় সক্রিয় তৃণমূল নেতা হিসাবে পরিচিত ছিলেন। এই বিষয়ে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী বলেন, ‘তিনজনকে চিনতে পেরেছি। যারা আমাকে গুলি করেছে। তার মধ্যে সাইবুল ঘোড়ামি ছিল, আমিরুল মোল্লা, হাঁসা ঘোড়ামি। আসলে প্রধানের সঙ্গে আমি চলাফেরা করি। ওদের বক্তব্য আমি ওনার সঙ্গে চলতে পারব না।’ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহত তৃণমূল কর্মীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। 
{ads}শ

news crime TMC worker Gun firing Canning South 24 Paragana West Bengal India সংবাদ

Last Updated :

Related Article

Latest Article