নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ রবিবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। রবিবার কার্যত একেবারে সাত সকালে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া পশ্চিমপাড়া এলাকায় উদ্ধার হয় মৃতদেহটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আনারুল(৩৫)। প্রথমে স্থানীয় মানুষজন মৃতদেহটি দেখতে পায়, রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে তারা খবর দেয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান খুন করা হয়েছে ওই ব্যাক্তিকে।
{link}
স্থানীয় সূত্রে খবর আনারুল ওই এলাকার জলার বাসিন্দা। সে একটি ইমারতের দ্রব্য বিক্রির গোলায় কাজ করত। পুলিশের প্রাথমিক অনুমান কেউ বা কারা তাকে খুন করে এখানে ফেলে রেখে গিয়েছে। মৃতদেহের নাক ও মুখ দিয়ে রক্তের দাগ ছিল বলে পুলিশ জানিয়েছে। সেখান থেকেই দেখা দিয়েছে সন্দেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বাঁকড়া পশ্চিমপাড়ায় একটি দোকানের সামনে আনারুলের মৃতদেহ পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপর তারা বাঁকড়া ফাঁড়ির পুলিশকে খবর দেয়। বাঁকড়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের সঙ্গে কারোর শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ এলাকার মানুষদের ও মৃতের পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছে। এই মৃত্যু স্বাভাবিক না এটা একটা খুন তা ময়নাতদন্তের রিপোর্ট না এলে বোঝা যাবেনা বলে পুলিশ জানিয়েছে। এদিকে এই ঘটনার পর মৃতের পরিজনরা কান্নায় ভেঙে পড়েন। এলাকায় এহেন মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে, তার পাশাপাশি পরিচিত একজনের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
{ads}