নদিয়াঃ নদিয়ার ধানতলায় এক গৃহবধুকে মাটির নীচে পুতে ফেলার ঘটনায় আজ ফের আবার দুইজনকে রানাঘাট আদালতে পেশ করলো পুলিশ। সূত্রের খবর ধানতলা থানা এলাকার এক গৃহবধুকে খুন করে তাকে বাড়ির মেঝের নীচে মাটিতে পুঁতে রাখে তার স্বামী। সেই ঘটনায় প্রসঙ্গত দিন কয়েক আগে গ্রেপ্তার করা হয় গোবিন্দ নাথ রায় ও রাজা মন্ডল নামে দুই জনকে।
{link}
তাদের এর আগে কোর্ট থেকে পুলিশ রিমান্ড চেয়েছিল আজ পুলিশী তদন্তের পর আজ ফের ওই দুই অভিজুক্তকে রানাঘাট আদাল তে তোলা হয়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে খুন এবং খুনের ষড়যন্ত্রের অভিযোগ এর মামলা রুজু করেছে বলে জানা যায়। স্ত্রীর পরকীয়ার সম্পর্কের জেরেই তার সাথে এহেন পদক্ষেপ নিয়েছিলেন তার স্বামী বলে প্রাথমিকভাবে অনুমান।
{ads}