header banner

নদীয়া ভর সন্ধ্যায় গুলি করে খুন প্রাক্তন পুলিশকর্মীকে, গ্রেপ্তার ভাইপো সহ আরও ১

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ ভর সন্ধ্যায় গুলি করে খুন প্রাক্তন পুলিশকর্মীকে। মৃত ব্যক্তির নাম জনার্ধন কর্মকার (৬৫)। নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর ৩নং ওয়ার্ডের ঘটনায় চাঞ্চল্য। তিনি ব্যারাকপুর থানার কনস্টেবল পদে কর্মরতছিলেন। গত ৫ বছর আগে অবসর গ্রহণ করেন। গতকাল রাতে নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে কুকুরদের খাবার খাওয়াচ্ছিলেন তিনি। তখনই দুষ্কৃতীরা এসে গুলি করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে। বাড়ির সামনেই গুলি করে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দুজন কে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ, তাদের মধ্যে একজন সম্পর্কে মৃতের ভাইপো। সম্পত্তিগত বিবাদের জেরেই খুন বলে অনুমান পুলিশের।

{link}
স্থানীয়দের দাবী, বাড়ির গেটের সামনে তিনি দাড়িয়ে ছিলেন তিনি। হটাৎ করেই স্কুটি চেপে দুষ্কৃতীরা আসে। এসেই তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়েরা দুষ্কৃতীরা পলায়ন করলে তৎক্ষণাৎ জনার্ধন বাবুর দেহ উদ্ধার করে কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

{link}
গয়েশপুর প্রাক্তন পুলিশ কর্মী খুনের ঘটনায় তদন্তে নেমে কল্যাণী থানার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। অভিজিৎ ভট্টাচার্য, দেবাশীষ কর্মকার । এই দেবাশিষ মৃতের ভাইপো সম্পর্কে। জানা যাচ্ছে জনার্দন কর্মকার তার একটি পৈত্রিক জমি তার ভাইপো দেবাশীষ তাকে না জানিয়ে বিক্রি করে দেয় অভিজিত ভট্টাচার্যের কাছে। সেই নিয়েই ভাইপোর সাথে আইনি লড়াই চলছিল প্রাক্তন পুলিশকর্মীর। পুলিশের অনুমান প্রাথমিকভাবে এরাই খুনের সঙ্গে জড়িত সম্ভবত সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে জনর্ধন বাবুকে। যদিও সম্পূর্ন নিশ্চিত কোন তথ্য এখনও প্রকাশ্যে আসেনি, তদন্ত চালাচ্ছে পুলিশ। 
{ads}

news crime ex policemen murderd Nadia nephew arrested West Bengal সংবাদ

Last Updated :