header banner

প্রায় ১২০০ কেজি নিষিদ্ধ বাজি আটক হাওড়ায়, গ্রেপ্তার ৬

article banner

উমা যাওয়ার পর এবার শ্যামা আসার পালা। আর কালি পুজো মানেই আলোর উৎসব, বাজির উৎসব। কিন্তু পরিবেশ দূষনের কারনে শেষ কয়েক বছর ধরে বাজি ব্যাবসার উপর বিশেষ কড়াকড়ি করা হয়েছে। সেই কড়াকড়ি ব্যাবস্থা এই বছরে এখন থেকেই শুরু হয়ে গেল রাজ্যে। 

{link}
এ বছরও কালি পুজোর বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গেল কড়াকড়ি নিরাপত্তা। নিষিদ্ধ বাজি ধরা পড়লো হাওড়ায়। প্রায় ১২০০ কেজি নিষিদ্ধ বাজি আটক করলো লিলুয়া থানার জগদীশপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে দুটি লরি করে ১২০০ কেজি নিষিদ্ধ বাজি হাওড়ার বেনারস রোড দিয়ে দক্ষিণ ২৪ পরগণা থেকে হুগলি পাচার করা হচ্ছিল। বেনারস রোড দিয়ে যাওয়ার সময়ই লড়িটি দেখে সন্দেহ হয় পুলিশের। সন্দেহ হওয়ায় দুটি গাড়িকে আটক করে তারা। ভিতরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বাজি। বাজির সঙ্গে লরিতে থাকা ৬ জনকেও গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রতে্যকেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। 
{ads}

news crime police Howrah Liluah Howrah City Police kali puja Dipawali firecrackers West Bengal India হাওড়া সংবাদ

Last Updated :