header banner

মেদিনীপুর গুলি কাণ্ডে গ্রেফতার আরও ৩ অভিযুক্ত

article banner

মেদিনীপুর গুলি কাণ্ডের মুল অভিযুক্ত সুমন সিং ওরফে ‘মোটা রাজা’ কে গত শনিবার রাতে গ্রেফতার করে মেদিনীপূর জেলা পুলিশ। গ্রেফতারের পর তাকে দফায়-দফায় জেরার পর পুলিশ তার আরও ৩ সঙ্গীর কথা জানতে পারে।  রাতের অন্ধকারে গুলি চালানোর ঘটনায় ফেরার থাকা, বাকি তিন অভিযুক্তকে গ্রেফতার করল  পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আজ জেলা পুলিশ সুপার দিনেশ কুমার সাংবাদিক বৈঠক করে জানান, সৌরভ ঘোষ,  সাহিল ঘোষ ও ধীমান ঘোড়ই। অভিযুক্ত তিনজনের কাছ থেকে তিনটি দেশি বন্দুক, ১২রাউন্ড তাজা কার্তুজ এবং ২৬কেজি মাদকদ্রব্য এবং সঙ্গে থাকা মোটর বাইকটি  উদ্ধার করা হয়েছে। এই তিন অভিযুক্তকে আজ আদালতে পাঠানো হচ্ছে এবং ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে চাওয়া হবে।   

{link}
উল্লেখ্য যে, ২০১৯ এর গুলি কান্ডের মূল অভিযুক্ত মোটা রাজা ওরফে সুমন সিং। ওই ঘটনায় রাজা মজুমদার নামে এক যুবকের মৃত্যু হয়। সম্প্রতি, জামিনে পেয়েছিল সুমন সিং (মোটা রাজা)। কিন্তু, জামিনের প্রধান শর্ত ছিল মেদিনীপুর শহরে ঢোকা যাবে না, এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তা সত্ত্বেও শুধুমাত্র আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করার জন্য মেদিনীপুর শহরে প্রবেশ করেছিল মোটা রাজা। এর সাথেই শনিবার রাতে মেদিনীপুরের দুটি স্থানে দুষ্কৃতীদের গুলিচালানোর ঘটনা ঘটেছিল। স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশকে। পুলিশ জানতে পারে ঘটনার সাথে যুক্ত কুখ্যাত দুষ্কৃতী মোটা রাজা। এর পরপরই  পুলিশ মোটা রাজা নামের মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। এরপর গতকাল ফেরার থাকা বাকি তিন অভিযুক্তকেও গ্রেফতার করল মেদিনীপুর পুলিশ।
মেদিনীপুর জেলা সুপার, দীনেশ কুমার মানুষদের সুরক্ষার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন “ভয় পাওয়ায় কিছু নেই”।
{ads}

news criminal Midnapur Police Superintendent Kharagpur Kotwali Dinesh Kumar West Bengal India

Last Updated :