header banner

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভ্যাক্সিনের লাইনে কোভিড বিধি শিকে

article banner

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে  কোভিড -১৯ সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ভ্যাকসিন পেতে লোকদের সাথে অভূতপূর্ব ভিড় দেখা গেল। মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড ভ্যাকসিন নিতে গিয়ে ধাক্কাধাক্কি কোভিড বিধি শিকেয়। বিপুল সংখ্যক মানুষ আজ ভ্যাকসিনের প্রথম অথবা দ্বিতীয় ডোজ পেতে জড়ো হয়েছিল। মঙ্গলবার বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ হাজার করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়৷ এর ফলে প্রচুর মানুষজন জড়ো হয়ে লম্বা লাইন দেয়। ফলে কে ভ্যাকসিন পাবে না পাবে এই নিয়ে নিজেদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি বিশৃঙ্খলা ঝামেলা ও হুড়োহুড়ি। 

{link}

উপকারভোগীদের দীর্ঘ সারিতে সামাজিক দূরত্বের নিয়ম লঙ্ঘন করা হয় সেখানে। বিশৃঙ্খলা এবং পদদলিতের মতো পরিস্থিতিও দেখা গেছে।এর ফলে দাঁড়িয়ে থাকা মানুষজনের মধ্যে হাতাহাতি ও হয়। এদিন হাজার হাজার মানুষ মুখে মাস্ক ছাড়ায় লাইনে দাঁড়ায়। ফলে কোভিড বিধি শিকে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
{ads}

news crowd vaccination centre 1st dose 2nddosse covid19 rules Murshidabaad Medical College Vaccine West Bengal India

Last Updated :