header banner

রবিবাবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, কম্পন অনুভূত বিহারেও

article banner

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার বড়সড়ো ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, রবিবার সকাল ৭ বেজে ৫৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় নেপালে। সূত্রের খবর ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১৪৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫। আটটা নাগাদ কম্পন অনুভূত হয় বিহারের সীতামারি, মুজফফরপুর এবং ভাগলপুরেও।

{link}
নেপালের ভূমিকম্পের আঁচ বিহারেও পড়েছে বেশ কিছুটা। সেই ভূমিকম্পের আঁচ রীতিমতো অনুভব করেছেন সাধারন মানুষেরা। এদিন সকালে বিহারের পূর্ণিয়া, কাটিহার সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। অনেকে আতঙ্কিত হয়ে ঘরের থেকে বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পের পরে কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি। এই প্রসঙ্গে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি পরে টুইটারে জানায়, ভূমিকম্প হয়েছে নেপালের ধিতুঙ্গে। কাঠমাণ্ডু থেকে ১৪৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে ধিতুঙ্গ সকাল আটটা নাগাদ দুলে উঠলে পুরনো আতঙ্ক ফিরে আসে। প্রায় কাছাকাছি সময়ে কম্পন অনুভূত হয় বিহারের বেশ কিছু জায়গায়। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। কিন্তু বিষয়টিকে কেন্দ্র  করে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বেশ কিছু এলাকায়। 
{ads}

news earthquake Nepal Bihar natural disaster breaking news India সংবাদ

Last Updated :