header banner

২০১৪ তে টেট পাশ হয়েও নিয়োগ হয়নি, চাকরি প্রার্থীদের বিক্ষোভ বহরমপুরে

article banner

টেট পরীক্ষা হয়ে গেছে ২০১৪ সালে। পরীক্ষায়ে উত্তির্ন হয়েছেন অনেকে। কিন্তু তা সত্তেও চাকরিতে নিয়োগ হয়নি।নিয়োগ না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে কয়েকশো চাকরি প্রার্থী বিক্ষোভ দেখাতে থাকেন।

{link}
যারা  প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সেই সকল চাকরিপ্রার্থীরা আজ বহরমপুরে মিছিল করে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন তাঁরা জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা উত্তীর্ণ তাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে ।

{link}
কিন্তু এখনো বঞ্চিত আছেন অনেকেই তারা আরো বলেন বয়স বেড়ে যাচ্ছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা  আবেদন করছেন তাদের প্রাথমিকে নিয়োগ করা হোক তারা জানান তাদের মধ্যে শিক্ষকতা করার জন্য যে বিষয়গুলির আগে সেগুলি সম্পূর্ণ আছে। তাই সকলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যত শীঘ্র সম্ভব তাদের নিয়োগপত্র দেওয়া হোক।
এরম অনেকই মিটিং মিছিল করা হয়েছে তবুও কোন সমাধান মেলেনি তাদের।

{ads}
 

news education tet exam Primary Mamata Banerjee Examiners Protest Baharampur Murshidabad West Bengal India

Last Updated :